সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস উপলক্ষ্যে আগামী ২ ও ৩ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশটির মানবসম্পদ ও ইমিরাটাইজেশন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এবারের জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা একই সময়ের ছুটি পাবেন।
এই ছুটি সোমবার ও মঙ্গলবার হওয়ায় টানা চার দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা। কারণ, শনি ও রোববার দেশটিতে সাপ্তাহিক ছুটি।
১৯৭১ সালের ২রা ডিসেম্বর ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত। এর পর সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব দরবারে আমিরাতের নতুন মর্যাদা রচিত হয়।
আরও পড়ুন
অপরূপ সৌন্দর্য, নিরাপদ ও শান্তিপ্রিয় দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী ২রা ডিসেম্বর দেশটির ৫২তম জাতীয় দিবস।
স্বাধীনতা লাভের ৫৩ বছরে অবকাঠামোগত উন্নয়নে দেশটি এখন অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি। বিশ্বের উন্নত দেশের প্রথম সারিতেও অবস্থান করে নিয়েছে তারা।