মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে একটি মাত্র শর্ত

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারে একটি মাত্র শর্তই

দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী সমাধানের একমাত্র উপায় হলো একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি তুরস্কের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

ল্যাভরভ উল্লেখ করেছেন যে, মধ্যপ্রাচ্যে সহিংসতা দিন দিন বেড়ে চলেছে এবং এই সংঘাতের কারণে কোন দেশই সুবিধা করতে পারছে না। তিনি আরও যোগ করেছেন যে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করলেই এই সংঘাতের সমাধান সম্ভব।

রাশিয়ার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোকপাত করেছে। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন সমস্যা মধ্যপ্রাচ্যের শান্তির সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বারবার এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিলেও কোন স্থায়ী সমাধান এখনও পর্যন্ত হয়ে ওঠেনি।

রাশিয়ার এই মন্তব্যের পর থেকেই মধ্যপ্রাচ্যের রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন যে, রাশিয়ার এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি নতুন দিক নির্দেশ করতে পারে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize