দুবাই বিমানবন্দরে আটকের পর বাংলাদেশি নিখোঁজ

দুবাই বিমানবন্দরে আটকের পর বাংলাদেশি নিখোঁজ

টিকিট করে বাড়ি ফেরার পথে দুবাই বিমানবন্দরে আটক হওয়া এক বাংলাদেশির সন্ধান পাচ্ছেনা তার পরিবার। ওই প্রবাসী বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে আবুধাবিতে মিছিল করেছিলেন। এখন নিখোঁজ ইয়াসিনের সন্ধান পেতে বাড়িতে অঝোরে কাঁদছেন তার মা-বাবা।

জানা গেছে, এক বছর আগে বড় ভাই জাহাঙ্গীর আলমের হাত ধরে আবুধাবি পাড়ি জমিয়েছিলেন ইয়াসিন। ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দুজনই মিছিল করেছিলেন। সে সময় ইয়াসিন পালিয়ে থাকলেও জাহাঙ্গীরকে ৪৬ দিন কারাবরণ করতে হয়।

শেখ হাসিনা সরকার পতনের পর প্রবাসীদের ক্ষমা করে দেন আমিরাতের প্রেসিডেন্ট। কিন্তু গত ২১ অক্টোবর আবুধাবি সিআইডি ইয়াসিনকে ফোন করে দেখা করতে বললে ভয়ে সে দ্রুত টিকিট কেটে দেশের উদ্দেশে রওয়ানা হয়। তবে দুবাই বিমানবন্দরের ইমিগ্রেশন তাকে আটক করে। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইয়াসিনের মা আয়েশা বেগম গণমাধ্যমকে বলেন, বড় ছেলে ৪৫ দিন জেল খেটে এক কাপড়ে বাড়িতে এসেছে। এখন সেজ ছেলেও নিখোঁজ। তিনি নিজের সন্তানকে বুকে ফেরত চান। এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে ইয়াসিনের বাবা ও বড় ভাই।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize