যে কারণে জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছেন ওমান প্রবাসীরা

যে কারণে জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছেন ওমান প্রবাসীরা

ওমানে আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর,-সর্দি, কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন প্রবাসীরা। দিনে গরম, শেষ রাতে হালকা ঠান্ডা আবার কোথাও কোথাও বৃষ্টি। এই মিশ্র তাপমাত্রার কারণে হাঁচি, কাশি, জ্বর, সর্দির মতো সমস্যা বাড়ছে। ওমান প্রবাসীদের মধ্যে বেশি বিপাকে পড়ছেন বয়স্ক ও শ্বাসের সমস্যায় ভোগা রোগীরা। চিকিৎসকরা জানাচ্ছেন, বারবার আবহাওয়ার পরিবর্তন হতে থাকলে এই ভোগান্তিও বাড়ে।

খোঁজখবর নিয়ে ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী জানিয়েছেন, অসংখ্য বাংলাদেশি কমবেশি মাত্রার ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। মূলত সর্বশেষ কিছুদিনের তাপমাত্রার বাড়তি-কমতি এবং আবহাওয়ার পরিবর্তনই এজন্য দায়ী।

সাধারণত অসুস্থ হলেও প্রবাসীদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ থাকে না। ক্লান্তি নিয়েই দিনভর পরিশ্রম করতে হয়। এতে পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। যদিও সাধারণ ঠাণ্ডা জ্বরের জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। তবুও কিছু উপদেশ মেনে নিজের যত্ন নেওয়াটা জরুরি বলে জানাচ্ছেন তারা।

তবে চিকিৎসকরা সাবধান করে জানাচ্ছেন, লক্ষণ উপশমে কিছু ওষুধ ব্যবহার করা গেলেও অযথা অ্যান্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকতে হবে। কারণ এতে অন্যান্য জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize