ইসরাইলের স্থল অভিযান মোকাবিলায় হিজবুল্লাহ প্রস্তুত

ইসরাইলের স্থল অভিযান মোকাবিলায় হিজবুল্লাহ প্রস্তুত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি চিফ নাইম কাসেম বলেছেন, তারা ইসরাইলের বিরুদ্ধে জিতবেন। এছাড়া লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর স্থল অভিযানের জন্য হিজবুল্লাহ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

ইসরাইলি বোমা হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর সোমবার (৩০ সেপ্টেম্বর) এই প্রথম ভিডিও বার্তা দেন ডেপুটি চিফ নাইম কাসেম । এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

নাইম কাসেম বলেন,
ইসরাইল যদি লেবাননে স্থল অভিযান চালাতে চায়, তাহলে আমাদের প্রতিরোধ যোদ্ধারা প্রস্তুত আছে। আমরা প্রস্তুত এবং তৈরি। ইসরাইলি শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।

কাসেম আরও বলেন,
লেবাননে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক হামলা এবং ইসরাইলের বিশৃঙ্খলা সৃষ্টি সত্ত্বেও হিজবুল্লাহ তার মূল লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা দ্রুতই প্রক্রিয়া অনুসারে হিজবুল্লাহর মহাসচিব নির্বাচিত করবো।

ডেপুটি চিফ আরও বলেন,
আমরা জিতবো, যেভাবে আমরা ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে সংঘর্ষে জিতেছি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন।

তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব।

এছাড়া নাসরুল্লাহসহ ২০ জনেরও বেশি হিজবুল্লাহর সিনিয়র নেতাকে হত্যার দাবি করেছে ইসরাইল। এদের মধ্যে কয়েকজনের নিহত হওয়ার খবর নিশ্চিতও করেছে হিজবুল্লাহ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize