জনমানবশূন্য সৌদি আরবের রাব আল খালি মরুভূমিতে হারিয়ে গিয়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। সঙ্গে ছিলেন তার এক সহকর্মী। তাদের দু’জনেরই লাশ উদ্ধার করা হয়েছে। ডিহাইড্রেশন এবং ক্লান্তির কারণে তারা মারা গেছেন বলে মনে করা হচ্ছে।
মরুভূমিতে পথ হারিয়ে মারা যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ শেহজাদ খান। গত তিন বছর ধরে সৌদি আরবে চাকরি করছিলেন তিনি। সৌদি আরবের একটি টেলিকমিউনিকেশন সংস্থায় কাজ করতেন শেহজাদ।
সম্প্রতি দেশটি রাব আল খালি মরুভূমিতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল বলে পরিচিত।
সেই রাব আল খালি মরুভূমিতে গিয়েছিলেন ভারতীয় নাগরিক শেহজাদ। সঙ্গে ছিলেন সুদানের সহকর্মী। মরুভূমিতে মোবাইলের জিপিএস সিগন্যাল না থাকায় অবস্থান বুঝতে পারেননি। একপর্যায়ে মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তাদের। এর মাঝেই গাড়ির জ্বালানি শেষ হয়।
আরও পড়ুন
এরপর ফুরিয়ে যায় খাবার এবং পানীয়। চরম আবহাওয়া পরিস্থিতির বিরুদ্ধে আর লড়াই করতে না পেরে মৃত্যু হয় তাদের। ঘটনার চারদিন পর গাড়ির কাছ থেকে দু’জনের লাশ উদ্ধার হয়।