অন্তর্বর্তী সরকারেই ভরসা প্রবাসীদের

অন্তর্বর্তী সরকারেই ভরসা প্রবাসীদের

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীর মত উৎসবে মাতেন প্রবাসীরাও। যদিও দেশের অর্থনীতিতে অবদান সবচেয়ে বেশি হলেও তারাই সবচেয়ে অবহেলিত।

বিমানবন্দরের হয়রানি থেকে শুরু করে দূতাবাসগুলোতেও ছিল না কাঙ্ক্ষিত সেবা। প্রবাসীদের আশা অন্তর্বর্তী সরকার দ্রুত তাদের দীর্ঘদিনের দাবি পূরণে ভূমিকা রাখবে। 

প্রবাসীরা এখন মোটাদাগে যে দাবিগুলো জানাচ্ছেন তার মধ্যে বিমানবন্দরে হয়রানি বন্ধ করার জোরালো দাবীও আছে। তারা চান, দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা নিশ্চিত করবে সরকার। বাকি দাবিগুলো হলো-

। বিনামূল্যে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো ব্যবস্থা করতে হবে

। সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে

। বিমানের টিকিট সিন্ডিকেট রোধ করতে হবে

। প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনার পাশাপাশি ব্যাংকে প্রণোদনা বৃদ্ধি করা।

এক প্রবাসী জানান, দালাল ছাড়া তারা কোনো সেবা পান না। আমি বিদেশ আসার আগে পাসপোর্ট বানানো লাগছে দালালকে দিয়ে।

এরপর পুলিশ ক্লিয়ারেন্সে দিতে হয়েছে ২৫০০ টাকা। যে সেবাটা সরকারিভাবে পাওয়ার কথা সেটা টাকা দিয়ে করা লাগে। এরপর বিদেশে এসে দূতাবাস থেকেও কাঙ্ক্ষিত সেবা মেলে না।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize