বিশ্বের সবচেয়ে বড় ও লম্বা দরজা কোথায় জানেন?

বিশ্বের সবচেয়ে বড় ও লম্বা দরজা কোথায় জানেন?

সৌদি আরবের মক্কা শরীফের মসজিদুল হারাম, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, সম্প্রতি একটি নতুন দৈত্যাকার দরজা পেয়েছে। এই দরজা, যার নাম রাখা হয়েছে ‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ গেট’, বিশ্বের সবচেয়ে বড় এবং লম্বা দরজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘এসপিএ’র প্রতিবেদন অনুযায়ী, মসজিদুল হারামের মোট ২১০টি দরজার মধ্যে এই দরজাটি ১০০ নম্বর দরজা। দৈর্ঘ্যে ১৩.৩ মিটার, প্রস্থে ৭.৭ মিটার এবং ওজন ১৪ টন হওয়ায় এটি সত্যিই একটি বিশ্বরেকর্ড।

এই দৈত্যাকার দরজাটি আধুনিক স্থাপত্য এবং ইসলামিক শিল্পকলার একটি অসাধারণ সমন্বয়। তিনটি বাহ্যিক এবং তিনটি অভ্যন্তরীণ খিলানের পাশাপাশি, দরজার উপরে দুটি অত্যন্ত উঁচু মিনার এর সৌন্দর্যকে আরো বাড়িয়েছে।

মসজিদুল হারামের মর্যাদা সম্পর্কে বলা বাহুল্য। পৃথিবীর প্রথম সৃষ্টি কাবা শরীফ এই মসজিদের মধ্যেই অবস্থিত। কোটি কোটি মুসলিমের কাছে এটি আল্লাহর ঘর।

প্রতিদিন লক্ষ লক্ষ মুসলিম এখানে এসে নামাজ আদায় করে। ইসলামের বিশ্বাস অনুযায়ী, এই মসজিদে নামাজ আদায় করলে অন্যান্য মসজিদের তুলনায় অনেক বেশি সওয়াব পাওয়া যায়।

‘কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ গেট’ এর নির্মাণ মসজিদুল হারামের সৌন্দর্য এবং মর্যাদাকে আরো বাড়িয়েছে। এটি ইসলামিক স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এবং বিশ্বের মুসলিমদের জন্য একটি গর্বের বিষয়।

বর্তমানে কাবাঘর ও মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন সৌদি রাজপরিবারের সদস্যরা। কাবা শরীফের মোতাওয়াল্লির দায়িত্বে থাকেন সৌদি সরকার প্রধান বা বাদশাহ।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post