ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যুক্ত হচ্ছে তুরস্ক

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যুক্ত হচ্ছে তুরস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তাতে যুক্ত হবে তুরস্ক।

আজ বুধবার (৭ আগস্ট) এই গণহত্যা মামলায় যোগ দেয়ার একটি ঘোষণাপত্র জমা দেবে দেশটি। একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি বলছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘোষণাপত্র জমা দেয়া হবে। এর আগে এই সপ্তাহে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও এমনটা জানিয়েছিলেন।

ওই সূত্রটি আরও জানায়, এই মামলায় তুরস্ক হস্তক্ষেপ করলে আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় মানবিক সংকটকে স্বীকৃতি এবং তা মোকাবিলায় বাধ্য হবে।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় যুক্ত হচ্ছে তুরস্ক

এর আগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় গত জুনে যুক্ত হওয়ার ঘোষণা দেয় ইউরোপের দেশ স্পেন। ৬ জুন এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছিলেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস।

গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। তাদের অভিযোগ, গাজা উপত্যকায় হামলা চালিয়ে ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে তেল আবিব। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে ছোট্ট এই উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়।

তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে। মাস খানেক আগে দুপক্ষের মাঝে নতুন একটি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় আলোচনায় অগ্রগতি হলেও গত সপ্তাহে ইসরায়েলি হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হলে তা এখন স্থবির হয়ে পড়ে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize