ভিসা নিয়ে সুখবর দিলো কুয়েত, সুফল পাবেন প্রবাসীরা

ভিসা নিয়ে সুখবর দিলো কুয়েত, সুফল পাবেন প্রবাসীরা

অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে বহু প্রবাসীকে।

এর মধ্যেই দেশটি জানাল, বৈধ প্রবাসীদের জন্য নতুন এক সুবিধা আনছে তারা। এর আওতায় দেশটিতে বসবাসকারী প্রবাসীরা  দেশ থেকে পরিবারের সদস্যদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। 

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, কুয়েতে বসবাসকারী যেসব প্রবাসীর বিশ্ববিদ্যালয় ডিগ্রি নেই তারা এই নতুন সুবিধার আওতায় পরিবারের সদস্যদের নিজ দেশ থেকে কুয়েতে আনতে পারবেন।

তবে এ জন্য ওই প্রবাসীর মাসিক আয় হতে হবে অন্তত ৮০০ কুয়েতি দিনার। এতে করে প্রবাসীরা স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার অনুমতি পাবেন। তবে, এতে কিছু শর্ত যুক্ত থাকতে পারে। এরই মধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 

এদিকে, গত শুক্রবার কুয়েতের রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাইদ আল গার এলাকা অবরুদ্ধ করে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম বলেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশপাশি নিজ দেশে ফেরত পাঠানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post