প্রবাসীদের জন্য দ্বিতীয় সেরা দেশ সৌদি

প্রশংসায় সৌদি আরব

প্রবাসীদের জন্য সেরা দেশের তালিকায় ১২ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সৌদি আরব। এক্সপাট ইনসাইডারের জরিপের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রবাসীদের জন্য কর্মসংস্থান ও বসবাসের ক্ষেত্রে সম্প্রতি অনেক সুযোগ তৈরি হয়েছে। প্রবাসীদের অর্ধেকেরও বেশি উত্তরদাতা সৌদি আরবের শ্রমবাজারকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

ক্যারিয়ারের সম্ভাবনা, বেতন ও চাকরির নিরাপত্তা, কাজ ও অবসর, কর্মক্ষেত্রের সংস্কৃতি এবং সন্তুষ্টিসহ চারটি উপশ্রেণীর ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে।

স্থানীয় চাকরির বাজার, কর্মজীবনে সুযোগ, অর্থনৈতিক অবস্থা ও কাজের নিরাপত্তার পাশাপাশি বেতন ন্যায্যতা, কাজের কর্মঘণ্টা, কর্মজীবনের ভারসাম্য এবং ব্যবসায়িক সংস্কৃতিও রয়েছে এই তালিকার মানদণ্ড হিসেবে।

জরিপে অংশ নেয়া ৭৫ শতাংশ সৌদি প্রবাসী জানান, দেশটি তাদের ক্যারিয়ারের সম্ভাবনাকে উন্নত করেছে। সেই সঙ্গে ৬২ শতাংশ প্রবাসী জানান, তাদের ব্যক্তিগত ক্যারিয়ারের অনুকূলে রয়েছে সৌদি আরব। জরিপে আরো দেখা যায়, ৮২ শতাংশ সৌদি প্রবাসী স্থানীয় অর্থনৈতিক অবস্থা নিয়ে বেশ সন্তুষ্ট।

তবে বিশ্বব্যাপী সাপ্তাহিক কর্মঘণ্টা যেখানে সাড়ে ৪২ ঘণ্টা, সেখানে সৌদি আরবে পূর্ণকালীন অবস্থানের জন্য প্রবাসীদের সপ্তাহে গড়ে ৪৭ দশমিক ৮ ঘণ্টা কাজ করতে হয়।

পূর্ণকালীন অবস্থানের জন্য দেশটিতে দীর্ঘ কর্মদিবসের বিকল্প নেই প্রবাসীদের। আর বিষয়টির প্রতিফলনও ঘটেছে এ সূচকে। প্রবাসীদের কর্মঘণ্টার সূচকে ২৩তম এবং কর্মজীবন ভারসাম্যের সূচকে ২৭তম স্থানে আছে সৌদি আরব।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize