সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে।
গাজা ইস্যুতে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এরপর তারা লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে।
ফলে এ গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে। কিন্তু এরপরও তাদের থামানো যায়নি। তাই এবার তারা সৌদি আরবের ধরনা দিয়েছে বলে দাবি হুতিদের।
আরও পড়ুন
তারা জানিয়েছে, পশ্চিমাদের সঙ্গে সৌদি যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানের ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে।
ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস তনুরা, জিজান ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে।