কুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) ভোরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা সবাই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
যারা মারা গেছেন তারা সবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। তারা রাতের শিফটে কাজ শেষে একটি মিনিবাসে করে ফিরছিলেন।
ভোর ৫টার সময় আল ফিতনাসের সপ্তম রিং রোডে স্থানীয় এক ব্যক্তির গাড়ির সঙ্গে প্রবাসীদের বহনকারী মিনিবাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে মিনিবাসটি একটি বাঁকা সেতুতে আঘাত হানে। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন
দুর্ঘটনার পর পর দ্রুত ঘটনাস্থলে যায় জরুরী পরিষেবার কর্মীরা। গাড়িটি দুর্ঘটনায় এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে— যারা ভেতরে আটকা পড়েছিলেন তাদের বের করতে হাইড্রোলিক যন্ত্রাংশ ব্যবহার করতে হয়।
যে সময় দুর্ঘটনা ঘটে তখন মিনিবাসটিতে ১০ জন ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আরেকজন হাসপাতালে গিয়ে মারা যান। বাকি তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সেটিও নিরূপণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।