সৌদি আরবে ৬২ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে ৬২ বাংলাদেশি হাজির মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে ৬২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং নারী রয়েছেন ১৩ জন।

এছাড়া রোববার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে রোববার মধ্যরাত পর্যন্ত ৬৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৩৩১ জন হাজি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি ফ্লাইটে ২৪ হাজার ১১৪ জন, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫২টি ফ্লাইটে ১৯ হাজার ৭০১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি ফ্লাইটে ৯ হাজার ৭১৫ জন দেশে ফিরেছেন।

এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৬২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় ৪ জন, মিনায় ৭ জন এবং জেদ্দায় দুইজন মারা গেছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize