দুবাইয়ে বিউটি পার্লারের কাজে গিয়ে প্রবাসী নারী গ্রেপ্তার

Expatriate woman arrested for working at a beauty parlor in Dubai

দুবাইয়ে চাকরি করতে গিয়ে মাদকসহ গ্রেপ্তার হয়েছেন ভারতের হায়দরাবাদের বাসিন্দা ২৪ বছর বয়সী আমিনা বেগম। দুবাই পুলিশ জানিয়েছেন, তার সঙ্গে থাকা একটি ব্যাগে মাদক পাওয়া গেলে তাকে আটক করা হয় এবং বর্তমানে তিনি দুবাইয়ের একটি কারাগারে রয়েছেন।

আমিনার মা সুলতানা বেগম দাবি করেছেন, তার মেয়ে ওই ব্যাগে কী ছিল, সে সম্পর্কে কিছুই জানতেন না। তাকে না জেনেই মাদক পাচারের কাজে ব্যবহার করা হয়েছে। মেয়েকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

জানা গেছে, হায়দরাবাদের কিষাণবাগ এলাকার কোন্ডা রেড্ডি গুদার বাসিন্দা আমিনা স্থানীয় এক ট্রাভেল এজেন্টের মাধ্যমে দুবাইয়ের একটি বিউটি পার্লারে চাকরির প্রস্তাব পান। গত ১৮ মে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তার সঙ্গে থাকা ব্যাগে মাদক পাওয়া গেলে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে পুলিশ।

জেল থেকে পরিবারের সঙ্গে ফোনে কথা বলে আমিনা জানিয়েছেন, তিনি নির্দোষ এবং তাকে প্রতারিত করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আবু ধাবিতে ভারতীয় দূতাবাস এবং দুবাইয়ে কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা চাওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে আমিনার মা তার পাঁচ বছরের নাতি মোহাম্মদ জিশানের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘জিশান মাকে খুঁজে কাঁদছে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।’ একই সঙ্গে, যেই স্থানীয় ট্রাভেল এজেন্ট আমিনার চাকরির ব্যবস্থা করেছিল, তার বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন পরিবারের সদস্যরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize