ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে তিনি ইরানে নতুন করে হামলা চালানোরও হুমকি দিয়েছেন। এই উত্তপ্ত মন্তব্যের খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরাইলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “আমি এখান থেকেই খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই— যদি ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকে, তাহলে আমাদের শক্তিশালী হামলা আবার তেহরানে পৌঁছাবে, এবং এবার খামেনি নিজেও আমাদের লক্ষ্যবস্তু হবেন।” তার এই বক্তব্য প্রকাশ করেছে ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ।
ইসরাইলের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরান এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে, গত ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যার মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়।
আরও পড়ুন
তবে যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, তারা আয়াতুল্লাহ খামেনির অবস্থান সম্পর্কে জানেন, এবং তিনি ‘সহজ লক্ষ্যবস্তু’, কিন্তু তাকে “এই মুহূর্তে হত্যা করা হবে না”।
ট্রাম্প সতর্ক করে বলেন, “আমরা চাই না ইরান থেকে মার্কিন সেনাদের কিংবা বেসামরিকদের ওপর হামলা হোক। আমাদের ধৈর্য হারাচ্ছে।” সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও চরমে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।