তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাফে ৩০ দিনের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করা দুই ফিলিস্তিনিকে ওই ক্যাফেতে চাকরি দেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (২৭ জুলাই) পুলিশ ক্যাফেটি সিলগালা করে সেখানে আনুষ্ঠানিক নোটিশ টানিয়ে দেয়।
খবরে জানা যায়, দুই ফিলিস্তিনি পশ্চিম তীরের হেবরন ও বেইত উলা এলাকা থেকে ইসরায়েলে প্রবেশ করেন এবং স্বল্প মজুরিতে বিশ্ববিদ্যালয়ের ওই ক্যাফেতে কাজ করছিলেন। গত ১৮ জুলাই সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক দুই ব্যক্তির বয়স ২০ বছর এবং তারা কোনো বৈধ কাগজপত্র ছাড়া ইসরায়েলে অবস্থান করছিলেন। এ ঘটনায় তদন্তের পর তেলআবিব বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়, যা প্রশাসনিক নজরদারির অভাবের ইঙ্গিত দেয়।
আরও পড়ুন
পুলিশ সতর্ক করে বলেছে, ৩০ দিনের শাস্তিমূলক সময়সীমা শেষ হওয়ার আগে যদি ক্যাফেটি চালু করা হয়, তবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে আরও সচেতনতা অবলম্বনের তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া পুলিশ জনগণকে অনুরোধ করেছে, কোনো অবৈধ অভিবাসীর অবস্থান বা কর্মসংস্থানের তথ্য জানা গেলে তা দ্রুত জানাতে, যাতে নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখা যায়।