গাজায় প্রতিদিন ১০ ঘণ্টা যুদ্ধবিরতি!

10 hour ceasefire in gaza every day! what new decision has israel made

চলমান সংকটের মধ্যে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত রবিবার (২৭ জুলাই) সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে। এই সময়কালে মুওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা শহরে সামরিক অভিযান বন্ধ রাখা হবে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো খাবার, ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে পারবে। এজন্য নিরাপদ করিডোর চিহ্নিত করারও পরিকল্পনা রয়েছে। যদিও এসব এলাকায় এখন সরাসরি সেনা অভিযান নেই, তবে গত কয়েক সপ্তাহে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলা হয়েছে।

গাজায় চলমান সংকটকে আন্তর্জাতিক সংস্থাগুলো ‘মানবিক বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছে। খাদ্য সংগ্রহ করতে গিয়ে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সময়মতো ত্রাণ পৌঁছাতে না পারায় দুর্ভিক্ষের আশঙ্কাও বাড়ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে এ বিরতির ঘোষণা এসেছে।

ইসরায়েলি বাহিনী আরও জানায়, মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা আকাশপথেও পুনরায় ত্রাণ সরবরাহ শুরু করবে। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে, এই মানবিক বিরতির মধ্যেও হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize