গাজায় ঢুকছে মিশর ও জর্ডানের ত্রাণবাহী ট্রাক

Trucks carrying aid from egypt and jordan enter gaza

আন্তর্জাতিক চাপের প্রেক্ষিতে অবশেষে গাজার বিভিন্ন এলাকায় মানবিক ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২৭ জুলাই) দেশটি ‘নিরাপদ রুট’ চালুর ঘোষণা দেয়, যার মাধ্যমে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ করতে পারবে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর জন্য নির্দিষ্ট করিডোর বরাদ্দ রাখা হয়েছে, যেখানে মানবিক বিরতির আওতায় ত্রাণ পরিবহন নিরাপদে চলাচল করতে পারবে। এই ঘোষণার পরপরই মিশর থেকে ত্রাণবাহী ট্রাক গাজার উদ্দেশ্যে রওনা দেয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল কাহেরা নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাফাহ সীমান্তে মিশরের অংশে কয়েকটি ত্রাণবাহী ট্রাক গাজার দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে জর্ডান থেকেও ত্রাণবাহী ট্রাক রওনা দিয়েছে, যা নিশ্চিত করেছে দেশটির জননিরাপত্তা অধিদফতর।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা দেয়, গাজার কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান বন্ধ রাখা হবে। রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির কিছু নির্দিষ্ট অঞ্চলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হামলা বন্ধ থাকবে বলে জানানো হয়।

মানবিক পরিস্থিতির ক্রমাগত অবনতি, খাদ্য ও ওষুধের অভাব এবং আন্তর্জাতিক উদ্বেগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অনেকেই ‘বিলম্বিত হলেও ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize