সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার লটারি টিকিট কিনেই ৫০ হাজার দিরহাম (প্রায় ১৭ লাখ টাকা) জিতেছেন খোরশেদ আলম নামে এক বাংলাদেশি তরুণ। বয়স মাত্র ২২ বছর। তার এই সৌভাগ্যের খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম গাল্ফ নিউজ।
খোরশেদ গত চার বছর ধরে আমিরাতের শারজাহ শহরে কর্মরত রয়েছেন। সম্প্রতি দেশটির জনপ্রিয় ‘বিগ টিকিট ড্র’য়ে অংশ নেন তিনি। একবারেই প্রথমবারের মতো লটারিতে অংশ নিয়ে এত বড় অঙ্কের পুরস্কার জিতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি নিজেও।
প্রথমে পুরস্কারের খবর জানতে খোরশেদকে ফোনে পাওয়া না গেলেও পরে যোগাযোগ করা সম্ভব হয়। খোরশেদ জানান, তিনি একা নন—২০ জনের একটি যৌথ গ্রুপে অংশ নিয়ে টিকিটটি কেনেন। তাই পুরস্কারের অর্থও সমানভাবে ভাগ করে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
লটারি জয়ের এই আনন্দ খোরশেদের মতো প্রবাসীদের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে। আর্থিক দিক থেকে চাপ সামলে উঠতে এই অর্থ কিছুটা সহায়ক হবে বলে আশা করা যায়।