বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ, আমিরাতে ভিসা বন্ধ!

Big good news about Emirates visa

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু বন্ধ থাকায় গভীর সংকটে পড়েছে দেশটিতে গড়ে ওঠা প্রবাসী মালিকানাধীন ট্রাভেল ও ট্যুরিজম কোম্পানিগুলো। করোনা পরবর্তী সময়ে গড়ে ওঠা এসব ব্যবসা এখন টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা।

করোনার ধাক্কা সামলে যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, তখন ভিজিট ভিসা চালু হওয়ায় বাংলাদেশিদের আমিরাতে প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে কয়েকশ বাংলাদেশি প্রবাসী ট্রাভেল এজেন্সি ও ট্যুর কোম্পানি গড়ে তোলেন। তবে হঠাৎ করেই আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিলে সব পরিকল্পনা থমকে যায়।

ভিসা ব্যবহারে অনিয়মই বন্ধের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকাভিত্তিক এক ট্রাভেল কোম্পানির ব্যবস্থাপক জানান, “কোনো ব্যক্তি ভিসায় ‘জেনারেল ম্যানেজার’ পরিচয়ে ঢুকছে, কিন্তু কাজ করছে লেবার হিসেবে—এটা তো গ্রহণযোগ্য নয়। এ রকম অনিয়মই আজকের সংকটের জন্ম দিয়েছে।”

ব্যবসা প্রায় বন্ধ—এমন অভিযোগ করছেন ট্যুর কোম্পানিগুলোর প্রতিনিধিরা। কেউ নতুন লাইসেন্স করতে পারছেন না, আবার কেউ ভিসা ইস্যু করতে পারছেন না। প্রবাসী বাংলাদেশিদের গড়ে তোলা এসব প্রতিষ্ঠান আগে ভিসা প্রসেসিং, টিকিট বুকিং, হোটেল, গাড়ি ইত্যাদি নানা সেবা দিতো।

এ অবস্থায় ট্যুরিস্ট না থাকায় অনেকেই ইউরোপ ও ইন্দো-চায়না বাজারের দিকে ঝুঁকছেন। তবু বাংলাদেশের বাজারে স্থবিরতা কাটাতে প্রবাসী ব্যবসায়ীরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize