ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তিনি কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত নারী নিজ হাতে একটি বিস্ফোরক তৈরির পাশাপাশি কয়েকজন সরকারবিরোধী কর্মীর সঙ্গে মিলে অস্ত্র সংগ্রহের চেষ্টাও করেছিলেন। এমনকি নেতানিয়াহুর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করার চেষ্টা করেন তিনি।
বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, ওই নারীর নাম ও ঠিকানা আদালতের নির্দেশে গোপন রাখা হয়েছে। তবে তদন্তের স্বার্থে কিছু তথ্য এখন প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন
ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা শিন বেত এবং লাহাভ-৪৩৩ ইউনিটের আন্তর্জাতিক অপরাধ দমন বিভাগ যৌথভাবে তদন্ত পরিচালনা করছে। জানা গেছে, দুই সপ্তাহ আগে তাকে গ্রেপ্তার করা হলেও পরে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়। বর্তমানে ওই নারীর ওপর সরকারি ভবনে প্রবেশ এবং প্রধানমন্ত্রীর সান্নিধ্যে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএন জানিয়েছে, আগামী বৃহস্পতিবার তার বিরুদ্ধে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা’র অভিযোগে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হবে।
ঘটনার প্রতিক্রিয়ায় বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, “প্রধানমন্ত্রীর ওপর হামলার যেকোনো প্রচেষ্টাকে আমি কঠোরভাবে নিন্দা জানাই। যারা এমন ষড়যন্ত্রে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”