দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক বিনিয়োগ কার্যক্রমকে সহজ করতে সিরিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিশেষ ভ্রমণ অনুমতি চালু করেছে সৌদি আরব। দেশটির দামেস্ক দূতাবাস জানিয়েছে, এখন থেকে সিরিয়ার নাগরিকরা সরাসরি ভ্রমণ পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
অন্যদিকে, সৌদি বিনিয়োগকারীরা যদি সিরিয়া সফরে আগ্রহী হন, তাহলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ই-প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে অনুমতি নিতে পারবেন। এই পদক্ষেপের মাধ্যমে উভয় দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দীর্ঘ ১২ বছর পর ২০২৪ সালে সৌদি আরব দামেস্কে পুনরায় তাদের দূতাবাস চালু করে। এই সময় থেকেই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে, সৌদি আরব ও কাতার যৌথভাবে বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার ১৫ মিলিয়ন ডলারের ঋণ নিষ্পত্তির উদ্যোগ নেয়।
আরও পড়ুন
সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় ঘোষণা করেছে, দামেস্কে একটি সৌদি-সিরিয়া বিনিয়োগ ফোরামের আয়োজন করা হবে। এতে সরকারি ও বেসরকারি উভয় খাতের অংশগ্রহণে দুই দেশের টেকসই উন্নয়ন ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ তৈরি হবে।
গত জুন মাসে সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ এবং সিরিয়ার বিনিয়োগবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আল-শারার মধ্যে এক ভার্চুয়াল বৈঠকে উভয় দেশের বিনিয়োগ অংশীদারত্ব ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া, সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুন মাসে একটি নির্বাহী আদেশে দেশটির ওপর থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।