দুবাইয়ের জেবেলার একটি বাসায় চুরির ঘটনায় পাঁচ প্রবাসীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দুবাইর আদালত। সাজা ভোগের পর দুবাই থেকে বহিষ্কার করা হবে এবং তাদের ওপর আজীবনের ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঘটনাটি ঘটে চলতি বছরের মার্চ মাসে। এক ইউরোপীয় নারী পরিবারসহ বিদেশ সফর শেষে বাসায় ফিরে দেখেন, মূল দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো। পরে তিনি পুলিশকে জানান, লোহার সিন্দুক থেকে নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, সোনার গয়না, দামী ঘড়ি, পুরনো মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।
মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত প্রবাসীরা ভিজিট ভিসায় দুবাই প্রবেশ করে এবং বাসার মালিকরা বাইরে থাকাকালে চুরির ঘটনা ঘটায়।
আরও পড়ুন
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং ভাড়াকৃত গাড়ির তথ্য বিশ্লেষণ করে চক্রটিকে শনাক্ত করে। পরে তাদের গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।