আমিরাতে ৬ মাসে ৩২ হাজারের বেশি প্রবাসী আটক

More than 32,000 expatriates detained in uae in 6 months

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৩২ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির ফেডারেল কর্তৃপক্ষ আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)  এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বিষয়টি তুলে ধরে।

আইসিপি’র মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি জানান, ভিসা ও বসবাসের নিয়ম ভঙ্গকারীদের শনাক্ত করতে এ অভিযান পরিচালিত হয়েছে। তার ভাষায়, “এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো— দেশজুড়ে বসবাসরত নাগরিক ও অভিবাসীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ৭০ শতাংশকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবশিষ্টদের ব্যাপারেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসব্যাপী একটি ভিসা অ্যামনেস্টি কর্মসূচি চালু করেছিল সংযুক্ত আরব আমিরাত সরকার। এই সময়ের মধ্যে বিপুলসংখ্যক অভিবাসী তাদের ভিসা বৈধ করার সুযোগ পান।

তবে অ্যামনেস্টির মেয়াদ শেষে যারা এখনও নিয়ম লঙ্ঘন করে দেশটিতে অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে কর্তৃপক্ষ। নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize