ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই এখনো অব্যাহত রয়েছে এবং তা শেষ হয়নি। মঙ্গলবার (২২ জুলাই) এক সামরিক মূল্যায়ন বৈঠকে তিনি বলেন, ইরান ও এর সহযোগী গোষ্ঠীগুলো এখনো ইসরায়েলের জন্য বড় হুমকি এবং তারা ইসরায়েলের টার্গেট তালিকায় রয়েছে।
জামির বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল এখনো সক্রিয় এবং ভবিষ্যতের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও জানান, ইসরায়েল বড় পরিসরে বিমান ও স্থল অভিযানের জন্য প্রস্তুত রয়েছে। বিশেষ করে, সিরিয়া ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোর কৌশলগত শক্তি বৃদ্ধির প্রচেষ্টা রুখে দেওয়াও তাদের অন্যতম লক্ষ্য।
গাজা উপত্যকায় চলমান যুদ্ধ প্রসঙ্গে জামির বলেন, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে জটিল ও কঠিন যুদ্ধগুলোর একটি। তিনি বলেন, “আমরা এই যুদ্ধে চড়া মূল্য দিচ্ছি, তবে হামাসকে ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান থামানো হবে না।”
আরও পড়ুন
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের চলমান হামলায় ইতোমধ্যে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই সংঘাত গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং চরম খাদ্য সংকট ও মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।