কুয়েত বিমানবন্দরে বিপুল জর্দাসহ ৪ বাংলাদেশি আটক

4 bangladeshis arrested with large amount of drugs at kuwait airport

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ (টি-৪) থেকে তামাকজাত পণ্য বহনের অভিযোগে চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২০ জুলাই) কাস্টমস বিভাগ এ তথ্য নিশ্চিত করে। দুইদিনব্যাপী চালানো অভিযানে তাদের আটক করা হয়।

প্রথম দিনের অভিযানে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ কেজি জর্দা জব্দ করা হয়। পরদিন বাংলাদেশ থেকে আগত আরও তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ১৫৯ কেজি তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

কুয়েতের কাস্টমস বিভাগ জানায়, দেশটিতে পান, জর্দা, সুপারি ও অন্যান্য তামাকজাত পণ্যের আমদানি, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পণ্য প্রবেশ ঠেকাতে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভ্রমণকারীদের কুয়েতের বিধিনিষেধ সম্পর্কে সচেতন থাকার এবং তা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তামাকজাত পণ্য বহনের ঘটনায় আটক হওয়া যাত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize