শারজাহ পুলিশ কানাডা, স্পেন ও আমিরাতজুড়ে সক্রিয় এক আন্তর্জাতিক মাদকচক্রকে ধরেছে। টরন্টো বন্দর থেকে স্পেন হয়ে আমিরাতে আসা একটি জাহাজ থেকে ১৩১ কেজি নেশাদ্রব্য ও ক্ষতিকর ওষুধ উদ্ধার করা হয়।
এই চক্রের সঙ্গে জড়িত ৭ জনকে আমিরাতে আটক করা হয়েছে। তাদের একজন আরব ব্যক্তি নিজের স্ত্রী ও দুই সন্তানকে সামনে রেখে চোরাচালান চালাচ্ছিল।
পুলিশ তার গতিবিধি নজরে রেখে মাদক লেনদেনের তথ্য সংগ্রহ করে। পরে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৫ জন এশিয়ান। তারা দেশে মাদক গ্রহণ, বিক্রি ও ছড়িয়ে দেওয়ার কাজে জড়িত ছিল।
আরও পড়ুন
জাহাজে মাদক লুকানো ছিল গাড়ির যন্ত্রাংশের কনটেইনারে। এছাড়া পাওয়া গেছে প্রায় ১০ হাজার ক্ষতিকর ওষুধের ক্যাপসুল এবং মাদক লুকানোর প্রযুক্তি।
এই চক্রের আন্তর্জাতিক অংশ ধ্বংস করতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ করছে আমিরাত সরকার।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী লড়াইয়ে তারা পুরোপুরি প্রস্তুত এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান বড় অর্জন।