সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা গ্রহণ করলে অভিবাসীরা একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা উপভোগ করতে পারেন। এ ভিসার আওতায় মূলত ১০ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি সুবিধা পাওয়া যায়, যা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় নবায়নযোগ্য।
প্রচলিত রেসিডেন্সি ভিসার ক্ষেত্রে একজন স্পনসর বা নিয়োগদাতার প্রয়োজন হলেও গোল্ডেন ভিসার ক্ষেত্রে কোনো স্পনসরের প্রয়োজন হয় না। এটি এককভাবে ধারণযোগ্য বা ‘সেলফ-স্পনসরড’। ফলে চাকরি পরিবর্তনের সময় নতুন করে ভিসার আবেদন করার ঝামেলা নেই।
গোল্ডেন ভিসাধারীরা ছয় মাস বা তার বেশি সময় আমিরাতের বাইরে অবস্থান করলেও ভিসা বাতিল হয় না—যা সাধারণ ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পাশাপাশি, পুরুষ সন্তানকে ২৫ বছর বয়স পর্যন্ত এবং প্রতিবন্ধী সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ছাড়াই স্পনসর করার সুযোগ থাকে। এমনকি গোল্ডেন ভিসার মূলধারক মারা গেলেও পরিবারের সদস্যদের রেসিডেন্সি বৈধ থাকে।
আরও পড়ুন
এছাড়া, এই ভিসাধারীরা অসীম সংখ্যক গৃহকর্মী স্পনসর করতে পারেন। যারা এখনো আমিরাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেননি, তাদের জন্য রয়েছে ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা, যা দিয়ে তারা আবেদন প্রক্রিয়া শেষ করতে পারেন।
গোল্ডেন ভিসার আরও সুবিধার মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্সে সহজপ্রাপ্তি, স্বাস্থ্যবিমার বিশেষ প্যাকেজ এবং চাকরির স্বাধীনতা। বিশেষ করে যারা বিনিয়োগকারী, ফ্রিল্যান্সার বা বিদেশে থাকেন, তাদের জন্য রয়েছে স্বাস্থ্যবিমার পৃথক প্যাকেজ, যেখানে তিন লাখ দিরহাম পর্যন্ত কভারেজ পাওয়া যায়। একইসঙ্গে চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও গোল্ডেন ভিসাধারীরা বাড়তি আইনি সুরক্ষা উপভোগ করেন।