ইরানে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Iran executes 3 people for rape

ইরানে ধর্ষণের অপরাধে দণ্ডিত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের একটি কারাগারে এই দণ্ড কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগের তথ্যভিত্তিক ওয়েবসাইট মিজান অনলাইন এই খবর নিশ্চিত করেছে।

মিজান অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, গোরগান অঞ্চলের বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়াবি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়, যা আজ সকালের দিকে কার্যকর করা হয়।

ইরানে ধর্ষণ ও হত্যাকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যে দেখা গেছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে চীনের পরেই ইরানের অবস্থান।

সাধারণত ইরানে সকালের দিকেই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এবং তা অধিকাংশ ক্ষেত্রেই কারাগারের ভেতরে সম্পন্ন হয়। তবে ব্যতিক্রমও রয়েছে।

এ মাসের শুরুতেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। তিনি এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ওই ঘটনার পর দেশজুড়ে তীব্র জনমত সৃষ্টি হয়, যা ফাঁসির এই সিদ্ধান্তকে আরও জোরালো করে তোলে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize