গাজার যুদ্ধবিধ্বস্তদের পাশে বাংলাদেশি তরুণেরা

Bangladeshi youth stand by the war torn people of gaza

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একদল বাংলাদেশি স্বেচ্ছাসেবক। মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর সহায়তায় এবং কানাডাপ্রবাসী মুসলিমদের অর্থায়নে পরিচালিত ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ গাজায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব জানান, যুদ্ধবিরতি প্রত্যাহার ও সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর গাজায় বিশুদ্ধ পানি ও খাদ্যের চরম সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় প্রায় ২০০ পরিবারের মধ্যে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে গাজার ‘সেন্ট্রাল কিচেন’ থেকে প্রতিদিন ১০০ থেকে ৩০০ পরিবারকে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে।

Egypt 1 20250719082729তিনি আরও বলেন, এর আগেও পাঁচ শতাধিক পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। গৃহহীনদের জন্য অস্থায়ী তাঁবু, মসজিদ নির্মাণ এবং যুদ্ধাহতদের জন্য চিকিৎসা সহায়তার ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনি আহতদের ও তাদের পরিবারকে সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে।

হাফিজুল সাকিব বলেন, “আমরা বিশ্বাস করি মানবতার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। ফিলিস্তিনিদের জন্য আমাদের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে। বিশ্বজুড়ে বাংলাদেশি তরুণদের মানবিক উদ্যোগ ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে, যা আমাদের প্রেরণা হয়ে কাজ করছে।”

এমন সংকটময় সময়ে বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize