উড়োজাহাজের চাকা ফেটে দুবাই-ঢাকা ফ্লাইট বিলম্বিত

Dubai dhaka flight delayed after plane tire bursts

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সামনের দুটি চাকা ফেটে যাওয়ায় ঢাকা-দুবাই রুটের ফ্লাইট ২৪ ঘণ্টার বেশি সময় বিলম্বিত হয়েছে। এ ঘটনায় ফ্লাইটের সব যাত্রী নিরাপদে থাকলেও যাত্রা বাধাগ্রস্ত হওয়ায় তাদের দুবাইয়ের একটি হোটেলে রাখা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) স্থানীয় সময় রাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির সামনের চাকা দুটি ফেটে যায়। তবে পাইলটের দক্ষতায় যাত্রীদের নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়।

ফ্লাইটটি পরে আর যাত্রী নিয়ে ছেড়ে যেতে পারেনি। দুবাই বিমানবন্দরে চাকা মেরামতের প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকায় ঢাকা থেকে নতুন চাকা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার ফ্লাইটে দুটি চাকা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চাকা পৌঁছানোর পর বিমানটি পুনরায় চালুর প্রস্তুতি নেওয়া হবে। এতে করে ফ্লাইটটি ২৪ ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, বিলম্বিত এই ফ্লাইটটি মূলত চট্টগ্রাম হয়ে ঢাকায় এসে দুপুরে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। তবে দুবাইয়ে অবতরণের সময়ই এই দুর্ঘটনা ঘটে, যা পুরো যাত্রা ব্যাহত করে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize