সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দিয়েছেন কড়া বার্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “দামেস্কে আমাদের সতর্কবার্তা শেষ হয়েছে— এবার শুরু হবে ব্যথাদায়ক আঘাত।”
তিনি আরও জানান, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ার সুয়েইদা অঞ্চলে অভিযান জোরদার করবে। সম্প্রতি ওই এলাকায় সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ইসরায়েল সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে। এই অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীল করতে ইসরায়েল কৌশলগতভাবে পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি একসঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব।” তিনি দ্রুজ সম্প্রদায়ের উদ্দেশে সরাসরি আশ্বাস দিয়ে জানান, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সিরিয়ার দ্রুজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন
বিবৃতির সঙ্গে কাটজ একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়, ইসরায়েলের বিমান হামলার সময় দামেস্কের একটি ভবনে সরাসরি সম্প্রচারে থাকা এক সংবাদপাঠক আচমকা মাথা নিচু করে আশ্রয় নিচ্ছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বিশ্লেষকরা বলছেন, সিরিয়ায় ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে কৌশলগত প্রভাব বিস্তারের প্রচেষ্টা। ইসরায়েলের এই বার্তা ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী এবং প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর উদ্দেশে একটি শক্ত অবস্থানের প্রকাশ বলে মনে করছেন অনেকে।