বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত!

How to get emirates golden visa

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য স্বল্প খরচে একটি নতুন গোল্ডেন ভিসা স্কিম চালু করেছে। এই স্কিমের আওতায় মাত্র ১ লাখ দিরহাম, অর্থাৎ প্রায় ৩৩ লাখ টাকায় মিলবে স্থায়ী আবাসনের সুযোগ। পূর্বের নিয়মে গোল্ডেন ভিসা পেতে হলে অন্তত ২০ লাখ দিরহাম (প্রায় ৬.৬ কোটি টাকা) বিনিয়োগ করতে হতো।

নতুন এই নিয়মে বিনিয়োগ ছাড়াই মনোনয়নভিত্তিক পদ্ধতিতে ভিসা পাওয়া যাবে। এটি স্থায়ী আবাসনের সুযোগ দেবে, যা পূর্বের সম্পত্তিনির্ভর ভিসার চেয়ে অনেক বেশি সুবিধাজনক বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে—যার মধ্যে থাকবে আর্থিক ইতিহাস, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ এবং ফৌজদারি রেকর্ড যাচাই।

এই গোল্ডেন ভিসার আওতায় ভিসাধারীরা বৈধভাবে পরিবারসহ বসবাস করতে পারবেন, গৃহকর্মী নিয়োগ করতে পারবেন, এমনকি চাকরি বা নিজস্ব ব্যবসা পরিচালনাও করতে পারবেন। ফলে এটি শুধু আবাসনের সুবিধাই নয়, পেশাগত ক্ষেত্রেও বড় একটি সুযোগ করে দিচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী তিন মাসে প্রায় ৫ হাজার আবেদন জমা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশিদের জন্য এই ভিসা হতে পারে মধ্যপ্রাচ্যে বিনিয়োগ ছাড়াই স্থায়ীভাবে বসবাস ও কর্মসংস্থানের এক নতুন দুয়ার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize