ইরাকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫০

Massive fire in iraq, 50 dead

ইরাকের একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য নিশ্চিত করে।

এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে সরকারি কোনো ঘোষণা না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হচ্ছে, ইরাকের আল-কুত এলাকার একটি সুপারমার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, একটি ভবনের বড় অংশ দাউদাউ করে জ্বলছে এবং আকাশে উঠে যাচ্ছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি। আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আশপাশে।

স্থানীয় দমকল বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে সময় লাগবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize