রেকর্ড তাপমাত্রায় পুড়ছে আমিরাত

Emirates is burning in record temperatures

সংযুক্ত আরব আমিরাতে চলমান তীব্র গরম ও তাপপ্রবাহ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। মঙ্গলবার (১৫ জুলাই) দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে আমিরাতের আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শারজাহ এমিরাতের আল ধাইদ অঞ্চলে দুপুর ২টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

তবে প্রচণ্ড গরমের মধ্যে কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি মিলেছে। আল আইন অঞ্চলের দামথায় ভোর ৫টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের এদিনের সবচেয়ে ঠান্ডা রেকর্ড।

আবহাওয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের ধারা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে ওইসব অঞ্চলে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে দেশের অন্য অঞ্চলের জন্য তেমন আশার খবর নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্বাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে বালিঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize