আমিরাতে পূজা করার সময় আগুনে পুড়ে ভারতীয় নারীর মৃত্যু

Indian woman dies in fire while performing puja in uae

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভারতীয় প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত সাড়ে ১০টার দিকে শারজার আল মাজা ২ এলাকার একটি ১১ তলা আবাসিক ভবনের অষ্টম তলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী তার অ্যাপার্টমেন্টে ধর্মীয় আচার পালনের সময় আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সিভিল ডিফেন্স, পুলিশ ও জাতীয় অ্যাম্বুলেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দমকল বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন শুধু ওই নারীর ফ্ল্যাটে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়, ফলে ভবনের অন্যান্য ফ্ল্যাট রক্ষা পায়। তবে সতর্কতা হিসেবে পুরো ভবনের বাসিন্দাদের বাইরে অপেক্ষা করতে বলা হয়।

একই তলার এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে জানান, আগুন লাগার সময় ভবন থেকে বের হওয়ার তাড়ায় তিনি আহত হয়েছেন এবং এখন এক বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছেন। তিনি অভিযোগ করেন, ভবন কর্তৃপক্ষ কোনো বিকল্প আশ্রয় বা সহায়তার ব্যবস্থা করেনি, যা তাদের দুর্ভোগে ফেলেছে।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে শারজা পুলিশ। তারা খতিয়ে দেখছে, ওই নারীর ফ্ল্যাটে কি ধরণের ধর্মীয় আয়োজন চলছিল এবং তা থেকে কীভাবে আগুনের সূত্রপাত ঘটতে পারে। একইসঙ্গে ভবনটিতে কোনো ধরনের নিরাপত্তা বিধি লঙ্ঘিত হয়েছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় ভবনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রবাসীদের সচেতনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন সবাইকে ঘরে কোনো ধরণের খোলা আগুন বা আগুন সংক্রান্ত ধর্মীয় আচার পালনকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize