গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাধাগ্রস্ত হওয়ার জন্য সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর গোলান। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “জীবন রক্ষায় এবং দেশকে সঠিক পথে ফেরাতে হলে এই সরকারকে এখনই বিদায় নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রমাণ পাওয়া গেছে যে, নেতানিয়াহু ও তার জোটসঙ্গীরা—বিশেষ করে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির—তাদের রাজনৈতিক অবস্থান বজায় রাখতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের মতো উদ্যোগগুলো ইচ্ছাকৃতভাবে ঠেকিয়ে দিচ্ছেন।
গোলান তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, “নেতানিয়াহু ও তার উগ্র ডানপন্থি মন্ত্রিসভার কাছে সেনা বা সাধারণ মানুষের জীবন নয়, বরং নিজেদের ক্ষমতা ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন
তিনি আরও বলেন, “এই সরকার চরমপন্থিদের দ্বারা নিয়ন্ত্রিত, যারা পুরো দেশকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। শান্তির যে কোনো চেষ্টাই তারা নিজেদের স্বার্থে ধ্বংস করছে।”
এই সময়েই নিউইয়র্ক টাইমস জানায়, গাজায় চলমান যুদ্ধ দীর্ঘায়িত রাখার পেছনে নেতানিয়াহুর রাজনৈতিক কৌশল কাজ করছে। অন্যদিকে, বন্দি মুক্তির দাবিতে তেল আবিবে হাজারো মানুষ রাতভর বিক্ষোভ করেছে, যা জনরোষ বাড়ার একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।