পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান

Iran publicly hangs rapist at family's request

ইরানে ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায়ে এক ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। আদালতের রায়ে দণ্ডিত এই ব্যক্তি একজন তরুণীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে। ভুক্তভোগী তরুণীর পরিবারের অনুরোধেই তাকে জনসমক্ষে শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইন।

ঘটনার শিকার তরুণীর পরিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বুকানের বাসিন্দা। তারা মামলার শুরু থেকেই বিচারের পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল এবং শেষ পর্যন্ত দণ্ডপ্রাপ্ত ধর্ষককে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আবেদন জানায়। আদালত তাদের আবেদনে সাড়া দিয়ে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেয়।

প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি জানান, মামলাটি জনসাধারণের নজরে ছিল বিধায় বিচারিক প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গত মার্চে নিম্ন আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলে, পরে ইরানের সর্বোচ্চ আদালত তা বহাল রাখে।

ইরানে ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে ফাঁসি একটি প্রচলিত শাস্তি। বিশেষ করে যে মামলাগুলো সামাজিকভাবে ব্যাপক আলোড়ন তোলে, সেগুলোর সাজা অনেক সময় জনসমক্ষে কার্যকর করা হয়।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, বিশ্বের মধ্যে চীনের পর ইরানেই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize