যেসব কারণে হাজার হাজার প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত

Kuwait deports thousands of expatriates

কুয়েত সরকার অভিবাসন ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের মে ও জুন মাসে ৬ হাজার ৩০০ জনের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো এসব প্রবাসীর বেশিরভাগকেই বিভিন্ন সময় আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিপোর্টেশন ও ডিটেনশন বিভাগে হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে আদালতের নির্দেশ অনুযায়ীও ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থান ও কর্মরত প্রবাসীদের শনাক্ত করছে। এ ধরনের অভিযানে আটক ব্যক্তিদের দ্রুত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে ফেরত পাঠানো হচ্ছে।

ডিপোর্টেশন বিভাগ জানিয়েছে, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও গতিশীল করা হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের মানবিক সহায়তা এবং ন্যূনতম সেবাও নিশ্চিত করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বসবাসের অনুমতি ও শ্রম ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে রেসিডেন্সি আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। অভিবাসন সংক্রান্ত নিয়মনীতি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize