ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

Missile attack targeting israeli airport

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে এবার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, এটি ছিল একটি “গুণগত সামরিক অভিযান”, যার মাধ্যমে তারা দখলদার শক্তির ওপর চাপ অব্যাহত রেখেছে। এ হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেল বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত।

এর আগে চলতি সপ্তাহেই হুতিরা লোহিত সাগরে দুটি বৃহৎ জাহাজ—‘ম্যাজিক সিস’ ও ‘ইটার্নিটি-সি’—তে হামলা চালায়। সোমবার ‘ইটার্নিটি-সি’ নামের জাহাজটিতে হামলার পর সেটি মঙ্গলবার ডুবে যায়। এতে অন্তত চার নাবিকের মৃত্যু হয় এবং ২৫ জন ক্রুর মধ্যে ১১ জন এখনও নিখোঁজ রয়েছেন। হুতিরা ছয়জন ক্রুকে জিম্মি করে নিয়েছে বলেও জানা গেছে।

হুতি মুখপাত্র দাবি করেন, তারা কয়েকজন আহত ক্রুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নিয়েছেন। এসব জাহাজ দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সংযোগ রাখছিল বলেই তাদের লক্ষ্য করা হয়েছে বলে হুতিদের দাবি।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা শুরু করে। এখন পর্যন্ত তারা শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে লোহিত সাগরে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলে হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize