সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘমেয়াদি ও সুবিধাজনকভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য রয়েছে ‘গোল্ডেন ভিসা’ নামক একটি বিশেষ রেসিডেন্সি প্রোগ্রাম। মূলত বিনিয়োগকারী, বিশেষজ্ঞ, পেশাজীবী ও মেধাবী শিক্ষার্থীদের টানতেই এই দীর্ঘমেয়াদি ভিসা চালু করেছে দেশটি।
গোল্ডেন ভিসা হলো সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ প্রদত্ত ৫ থেকে ১০ বছর মেয়াদি আবাসন অনুমতি, যা সংশ্লিষ্টদের পরিবারসহ দেশটিতে স্থায়ীভাবে বসবাস, কাজ এবং ব্যবসা পরিচালনার সুযোগ করে দেয়। এর মূল লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
এই ভিসার জন্য আবেদন করতে পারেন বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, মেধাবী শিক্ষার্থী, রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারী ও মানবিক কাজে নিয়োজিতরা। তবে প্রত্যেক ক্ষেত্রেই নির্ধারিত শর্ত পূরণ এবং প্রমাণপত্র জমা দিতে হয়। আবেদন করতে হয় আইসিপি (ICP)-এর ওয়েবসাইট অথবা অনুমোদিত ভিসা সেন্টারে।
আরও পড়ুন
আবেদনের সময় পাসপোর্ট, বিনিয়োগের কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত সনদ, চিকিৎসা রিপোর্ট এবং চারিত্রিক সনদের মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। আবেদন প্রক্রিয়া সহজ হলেও প্রতিটি ধাপে সঠিক তথ্য প্রদান আবশ্যক।
গোল্ডেন ভিসার মাধ্যমে ভিসাধারীরা ১০০ শতাংশ ব্যবসায়িক মালিকানার অধিকার পান, স্পন্সর ছাড়াই পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করতে পারেন এবং তুলনামূলক সহজে ভিসা নবায়ন করতে পারেন। তবে সম্প্রতি আমিরাত বাংলাদেশি ও ভারতীয়দের জন্য আজীবন মেয়াদে গোল্ডেন ভিসা চালু করেছে—এমন গুজব ছড়িয়ে পড়লেও দেশটির কর্তৃপক্ষ বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে।