গাজায় নিজেদের গুলিতে ৩১ ইসরাইলি সেনা নিহত

31 israeli soldiers killed in self inflicted gunfire in gaza

গাজায় চলমান সামরিক অভিযান চলাকালীন ভুল করে নিজেদের গুলিতে অন্তত ৩১ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আর্মি রেডিও। শুক্রবার (৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সূত্র: মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত মোট ৪৪০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ৭২ জন মারা গেছে অভিযান পরিচালনা সংক্রান্ত নানা দুর্ঘটনায়, যা মোট নিহত সেনার প্রায় ১৬ শতাংশ। এই দুর্ঘটনাগুলোর মধ্যে ছিল ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত নিজেদের গুলিতে ৩১ জনের মৃত্যু, গোলাবারুদ বিস্ফোরণে ২৩ জন, সাঁজোয়া যানে চাপা পড়ে ৭ জন এবং অজ্ঞাত গুলিবর্ষণে নিহত আরও ৬ জন।

চলতি বছর ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরাইল আবারও গাজায় হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত আরও ৩২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে, যাদের মধ্যে ২ জন দুর্ঘটনাজনিত এবং ৫ জন কর্মক্ষেত্রের নানা দুর্ঘটনায় মারা যান। এসব মৃত্যুর মধ্যে একটি সর্বশেষ ঘটেছে ৩ জুলাই রাতে, তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলের মোট ৮৮২ জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৬ হাজার ৩২ জন। এর মধ্যে স্থল অভিযানে নিহতের সংখ্যা ৪৪০ জন।

অন্যদিকে, ইসরাইলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। নিহতদের বড় অংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও প্রায় ১ লাখ ৩৫ হাজার ৬০০ জন, যা যুদ্ধের ভয়াবহতা ও মানবিক বিপর্যয়ের মাত্রা স্পষ্ট করে তোলে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize