কুয়েতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি প্রবাসী গ্রেফতার

Bangladeshi expatriate arrested in kuwait on extortion charges

কুয়েতে বেআইনিভাবে ফুটপাত দখল করে দোকান বসানো এবং চাঁদা আদায়ে জড়িত একটি চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২ জুলাই) কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অভিযানে এক বাংলাদেশি নাগরিককে হাতেনাতে আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, বেআইনি অর্থ আদায় এবং ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছে কুয়েত পুলিশ। আইন অমান্য করে যত্রতত্র ফুটপাতে দোকান বসানো এবং সেগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে আরও গতি আনা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানান, এই ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতিতে অভিযান চালানো হবে।

কুয়েতের আইনে ফুটপাতে অস্থায়ী দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। তারপরও মসজিদ, গলি বা জনবহুল স্থানে অনেক বিদেশি, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা এ ধরনের দোকান বসিয়ে থাকেন। এ সুযোগে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র এসব দোকানিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী দোকানিরা একাধিকবার এই চক্রের বিরুদ্ধে অভিযোগ জানানোর পর তদন্ত বিভাগ অভিযান শুরু করে এবং চক্রটির তৎপরতা নজরে আনে। অভিযানের অংশ হিসেবে সম্প্রতি একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়, যার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

এদিকে, কুয়েতের বাংলাদেশি কমিউনিটির নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব বেআইনি কর্মকাণ্ড প্রবাসী সমাজ ও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। তারা দেশের সুনাম রক্ষায় প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize