ইরানে ইসরায়েলি মোসাদের ৫০ এজেন্ট আটক

50 israeli mossad agents arrested in iran

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫০ জনেরও বেশি এজেন্টকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। দেশটির সংবাদমাধ্যম ‘মেহের নিউজ’ জানায়, এ সময় সংঘর্ষে দুজন নিহত হন এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আইআরজিসির স্থলবাহিনীর কুদস ঘাঁটি থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাসী গোষ্ঠী ও বিদেশি এজেন্টদের বিরুদ্ধে পরিচালিত কয়েক দফা অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্রসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ইরান দাবি করেছে, ধৃত ব্যক্তিরা দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, নিরাপত্তা স্থাপনা এবং সন্ত্রাসবিরোধী বাহিনীর ওপর হামলার পরিকল্পনায় যুক্ত ছিল। অভিযানটি পূর্বনির্ধারিত একটি দুই সপ্তাহব্যাপী গোয়েন্দা ও সামরিক কৌশলের অংশ হিসেবে পরিচালিত হয়।

সিস্তান ও বালুচিস্তান অঞ্চলটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত ঘেঁষে হওয়ায় দীর্ঘদিন ধরেই এটি বিচ্ছিন্নতাবাদী ও বিদেশি চক্রান্তকারীদের সক্রিয়তায় সংকটপূর্ণ। ইরান বহুবার অভিযোগ করেছে যে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই অঞ্চল ব্যবহার করে দেশের অভ্যন্তরে হামলা ও বিশৃঙ্খলার পেছনে ভূমিকা রাখছে।

ইরানের দাবি, এই অভিযান কেবল দেশীয় নিরাপত্তা ব্যবস্থার দৃঢ়তা নয়, বরং বিদেশি শক্তিগুলোর প্রতি একটি কৌশলগত বার্তা—ইরানের ভৌগোলিক সীমার মধ্যে কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে অভিযানের বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize