ইরাকের কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি রকেট আঘাত হেনেছে। সোমবার (৩০ জুন) রাতে সংঘটিত এ হামলায় দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে জানিয়েছেন একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
স্থানীয় সূত্র জানায়, রকেট দুটি রাশিয়ান নির্মিত কাতিউশা ধরনের ছিল। এর মধ্যে একটি রকেট বিস্ফোরিত না হলেও অপরটি বিস্ফোরিত হয়ে সামরিক এলাকার একটি অংশে আঘাত হানে। হামলার ফলে কিছু ক্ষয়ক্ষতি হলেও সামগ্রিকভাবে বড় ধরনের কোনো ক্ষতির ঘটনা ঘটেনি।
একই রাতে আরেকটি রকেট কিরকুক শহরের উরুবা পাড়ার একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, এতে বাড়িটির আংশিক ক্ষতি হয়েছে।
আরও পড়ুন
কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে বিমানবন্দরের অবকাঠামো অক্ষত রয়েছে এবং বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
উল্লেখ্য, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির ঘাঁটি অবস্থিত। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
স্থানীয় নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের মতে, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে।