বিশেষ মুহূর্তে সহায়তা করায় যে মুসলিম দেশকে ধন্যবাদ জানালো ইরান

Iran thanks muslim country for helping at special moment

আঞ্চলিক সংকট নিরসনে গঠনমূলক ভূমিকার জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি। সম্প্রতি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফির সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর দিয়েছে ইরানের ইয়াং জার্নালিস্ট ক্লাব।

সংলাপে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, ইরান চায় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সহযোগিতা আরও জোরদার হোক।

এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, তাদের পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রতিক্রিয়ায়ই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

হামলার ঘটনায় কাতার সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দোহার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে। একইসঙ্গে দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়।

বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার পরও কূটনৈতিক যোগাযোগ ও সংলাপ ধরে রাখা আঞ্চলিক শান্তির পথে একটি ইতিবাচক উদ্যোগ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize