ইরানের রাষ্ট্রদূতকে তলব করল কাতার

Qatar summons iranian ambassador

যুক্তরাষ্ট্রের ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ঘটনার পর কাতার সরকার তীব্র প্রতিবাদ জানিয়ে দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে।

মঙ্গলবার (২৪ জুন) সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলাকে তারা ‘গুরুতর আঞ্চলিক নিরাপত্তা লঙ্ঘন’ হিসেবে দেখছে এবং এ ধরনের আচরণের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতেরাভানচি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফির সঙ্গে এক ফোনালাপে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরান কাতারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায়।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরই আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালানো হয়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। তারা জানায়, এটি ছিল একটি ‘প্রত্যুত্তরমূলক পদক্ষেপ’।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ও বিবিসি অ্যারাবিক জানায়, ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কাতারে মার্কিন সামরিক ঘাঁটির দিকে। হামলার হুমকি পাওয়ার পর কাতার তাৎক্ষণিকভাবে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা কূটনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন অঞ্চলজুড়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize