মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর সাময়িকভাবে বন্ধ থাকা আকাশসীমা আবারও খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। এতে এসব দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চলাচলও স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৩টা থেকে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে। এখন থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে বাণিজ্যিক ফ্লাইট আগের নিয়ম অনুযায়ী চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও অন্যান্য তথ্য নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে সাময়িক এই অস্থিরতা পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আরও পড়ুন
এর আগে ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের চারটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশ থেকে এসব রুটে বাণিজ্যিক ফ্লাইটও সোমবার থেকে সাময়িকভাবে বন্ধ ছিল।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, পরিস্থিতির ওপর এখনো নজর রাখা হচ্ছে এবং যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তথ্য জানানো হবে। যাত্রীদের যথাসম্ভব আগেভাগে ফ্লাইট-সংক্রান্ত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।