যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

Yemen attacks israel again

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার শেভায় এক আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম (MDA) এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে একজন প্রায় ৪০ বছর বয়সী পুরুষ, একজন ৩০ বছর বয়সী নারী ও একজন ২০ বছর বয়সী তরুণ রয়েছেন বলে জানায় সংস্থাটি। এছাড়া আহত অবস্থায় আরও ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আবাসিক ভবনের ওপর আঘাত হানে, যার ফলে আশপাশের এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, ইরান থেকে আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তারা সেগুলোর গতিপথ পর্যবেক্ষণ করছে। হামলার সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিরাপত্তা বাহিনী শহরজুড়ে নজরদারি জোরদার করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize